ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ট্রাকচাপায় গৃহবধূ নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
মানিকগঞ্জে ট্রাকচাপায় গৃহবধূ নিহত

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ট্রাকের নিচে চাপা পড়ে শিউলি আক্তার (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মানিকগঞ্জ: মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ট্রাকের নিচে চাপা পড়ে শিউলি আক্তার (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিউলি মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের রৌহাদহ গ্রামের খোরশেদ আলমের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাসস্ট্যান্ডের কাছে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বসে ছিলেন শিউলি। এসময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।