ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক

রাজধানীর সোনারগাঁও মোড়ে চাঁদাবাজির অভিযোগে লতিফুজ্জামান নামে এক পুলিশ সদস্যকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

ঢাকা: রাজধানীর সোনারগাঁও মোড়ে চাঁদাবাজির অভিযোগে লতিফুজ্জামান নামে এক পুলিশ সদস্যকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তর ট্রাফিক বিভাগে কর্মরত রয়েছেন বলে থানা সূত্রে জানা গেছে।

 

শুক্রবার (১৮ নভেম্বর) বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।  

তিনি জানান, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে শাহবাগ থানাধীন সোনারগাঁও হোটেল মোড়ে চাঁদাবাজি করার সময় লতিফুজ্জামানকে আটক করা হয়।

এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।  
 
এদিকে, শাহবাগ থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার কাওসারউজ্জামান বলেন, এ বিষয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এসজেএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।