ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে স্ত্রীকে অ্যাসিডে ঝলসালো স্বামী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
রাজধানীতে স্ত্রীকে অ্যাসিডে ঝলসালো স্বামী

রাজধানীর আগারগাঁওয়ের তালতলা কলোনিতে স্ত্রীকে অ্যাসিডে ঝলসে দিয়েছে পাষণ্ড স্বামী পারভেজ (৩৭)। শুক্রবার (১৮ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ের তালতলা কলোনিতে স্ত্রীকে অ্যাসিডে ঝলসে দিয়েছে পাষণ্ড স্বামী পারভেজ (৩৭)।

শুক্রবার (১৮ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ভুক্তভোগীর পরিবারের কাউকে খুঁজে না পাওয়ায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ঢামেকে চিকিৎসার জন্য ভর্তি হলেও উন্নত চিকিৎসার অজুহাতে রোগীকে হাসপাতাল থেকে স্থানান্তর করেছে তার ভাই।

 বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬           
এসটি/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।