ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে ২১ নভেম্বর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে ২১ নভেম্বর

আগামী ২১ নভেম্বর (সোমবার) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাস এলাকায় যান চলাচল সীমিত থাকবে।

ঢাকা: আগামী ২১ নভেম্বর (সোমবার) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাস এলাকায় যান চলাচল সীমিত থাকবে।

শুক্রবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানায়।

ওইদিন সকাল ৭টা থেকে ১১টা এবং দুপুর ১২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সেনানিবাস এলাকা এড়িয়ে চলতে জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তি এবং আমন্ত্রিত অতিথিরা কেবল শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক ব্যবহার করবেন।

সেনানিবাস এলাকায় যান চলাচলে সাময়িক অসুবিধার জন্য সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের বৈকালীন সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত সশস্ত্র বাহিনীতে কর্মরত কর্মকর্তাদের দুপুর ৩টার মধ্যে এবং অন্যান্য অতিথিদের সোয়া ৩টার মধ্যে উপস্থিত হতে অনুরোধ জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।