ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ছাগলনাইয়ায় শাহাদাত হত্যার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
ছাগলনাইয়ায় শাহাদাত হত্যার প্রতিবাদে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ফুটবলার শাহাদাত হোসেন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন।

ফেনী: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ফুটবলার শাহাদাত হোসেন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন।

শুক্রবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার পৌর শহরের জমদ্দার বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ছাগলনাইয়া ব্লাড ডোনার ক্লাব, শাহাদাতের সহপাঠীরা এ মানববন্ধনের ‍আয়োজন করে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়।

এতে বক্তব্য রাখেন- ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আখতার, খেলোয়াড় কল্যাণ কমিটির সেক্রেটারি আফসারুল হক উজ্জ্বল, ছাগলনাইয়া ব্লাড ডোনেশান ফাউন্ডেশনের সদস্য বাবলু, ব্যবসায়ী আবদুল কাদের মিয়াজী প্রমুখ।

মানববন্ধনে নিহত শাহাদাতের বড় ভাই আবু বক্কর, বোন রোজিনা আক্তার, খালা জেসমিন আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পি, জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারীসসহ বিভিন্ন সংগঠন একাত্মতা প্রকাশ করে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।