ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে দুই কসাইকে জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
গাংনীতে দুই কসাইকে জেল-জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুরের গাংনী উপজেলায় মরা ছাগল জবাইয়ের দায়ে দুই কসাইকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জারিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় মরা ছাগল জবাইয়ের দায়ে দুই কসাইকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জারিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উজ জামান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গাংনী পৌর শহরের ৬নং ওয়ার্ডের পশ্চিম মালশাদহ গ্রামের ইসমাইল হোসেনের ছেলে কসাই মোমিন হোসেন (৫২) ও গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের মধ্যপাড়া এলাকার আমিরুল ইসলামের ছেলে কাব্বারুল ইসলাম (৪৫)।

স্থানীয়ার জানান, দুপুরে গাংনী বাজার পশু কসাইখানা এলাকায় স্থানীয়রা কসাই মোমিন হোসেন ও কাব্বারুল ইসলামকে আটক করে পুলিশে দেন। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ইউএনও আরিফ উজ জামান তাদের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জারিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দেন।

এ সময় গাংনী উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. রফিকুল ইসলাম, গাংনী থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান, গাংনী উপজেলা খাদ্য পরিদর্শক মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।