ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
রংপুরে দেয়াল ধসে ২ শিশুর মৃত্যু

রংপুর নগরীর রবার্টসনগঞ্জ এলাকায় দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রংপুর: রংপুর নগরীর রবার্টসনগঞ্জ এলাকায় দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- আয়াত হোসেন অর্নব (০৪) ও রুহুল আমিন (০৫)।

পুলিশ জানায়, শুক্রবার সকালে রংপুর নগরীর রবার্টসনগঞ্জে একটি পরিত্যক্ত ক্লাবের দেয়াল ধসে। পাশের সড়কে রিকশা যাওয়ার সময় ধাক্কা লেগে দেয়ালটি ধসে যায়। এ সময় ওই দুই শিশুর মৃত্যু হয়।

রংপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, আহত অয়ন ও রুহুল আমিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৩৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।