ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ফেনসিডিলসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
বগুড়ায় ফেনসিডিলসহ আটক ৩

বগুড়া শহরের কামারগাড়ী রেলগেইট এলাকা থেকে তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এ সময় ৬০ বোতল ফেনসিডিল এবং তাদের ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করা হয়।

বগুড়া: বগুড়া শহরের কামারগাড়ী রেলগেইট এলাকা থেকে তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এ সময় ৬০ বোতল ফেনসিডিল এবং তাদের ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করা হয়।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প এসব তথ্য জানায়।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দিনগত রাতে তাদের আটক করে র‌্যাব।

আটক ব্যক্তিরা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কাটাহারা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মোতালেব হোসেন (২৮), একই উপজেলার আজিম উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৪০) ও রায়পুর গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে আব্দুল আলিম (৩২)।

সংশ্লিষ্ট আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে- জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এমবিএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।