ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে ভটভটি উল্টে ৭ বরযাত্রী আহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
ধুনটে ভটভটি উল্টে ৭ বরযাত্রী আহত

বগুড়ার ধুনট উপজেলার নলডাঙ্গা গ্রামে কনের বাড়ি যাওয়ার পথে ভটভটি উল্টে খাদে পড়ে সাত বরযাত্রী আহত হয়েছেন।

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার নলডাঙ্গা গ্রামে কনের বাড়ি যাওয়ার পথে ভটভটি উল্টে খাদে পড়ে সাত বরযাত্রী আহত হয়েছেন।  

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে ধুনট-সোনামুখী সড়কের বেলকুটি ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

আহতরা হলেন, উপজেলার বেলকুচি গ্রামের জান্নাতি খাতুন (১৬), একই গ্রামের সেফা খাতুন (১২), আজিজার রহমান (৭০), জান্নাতি খাতুন (১৪), নূর মোহাম্মাদ (৫০), নাহিদা সুলতানা (১৬) ও কান্তনগর গ্রামের হাবিবর রহমান (৪৫)।  

স্থানীয়রা জানান, বেলকুচি গ্রাম থেকে একটি ভটভটি বরযাত্রী নিয়ে নলডাঙ্গা গ্রামের উদ্দেশে রওনা হয়। পথে বেলকুচি ইটভাটা এলাকায় আসলে চালাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ভটভটিটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ৭ বরযাত্রী আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুরুন্নাহার পারভীন নাইচ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।