ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

‌বিএসএফ’র গু‌লিতে নিহত বাংলাদে‌শির মরদেহ ফেরত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
‌বিএসএফ’র গু‌লিতে নিহত বাংলাদে‌শির মরদেহ ফেরত

সাতক্ষীরা সীমান্তের বিপরীতে ভারতের আমুদিয়ায় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি গরু রাখাল মোসলেম সরদারের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় প্রশাসন।

সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্তের বিপরীতে ভারতের আমুদিয়ায় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি গরু রাখাল মোসলেম সরদারের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় প্রশাসন।
 
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে জে‌লার কলারোয়া উপজেলার চারাবাড়ী সীমান্তের জিরো পয়েন্টে অনু‌ষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি ফেরত দেওয়া হয়।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন-বর্ডার গার্ড বাংলাদেশের (বি‌জি‌বি) সাতক্ষীরা-৩৮ ব্যাটালিয়নের তলুইগাছা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার হুমায়ন কবির, কুশখালী ক্যাম্পের নায়েক সুবেদার মোহাম্মদ আলী, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল ও এসআই মালেক।

এছাড়া ভারতের পক্ষে উপস্থিত ছিলেন-ভারতের স্বরূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবশংকর সিংহ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আমুদিয়া কোম্পানি কমান্ডার বিবেক মিশ্র।

সদর থানার এসআই কামাল বাংলা‌নিউজকে জানান, আইনগত প্র‌ক্রিয়া শেষে মোসলেমের মরদেহ প‌রিবারের কাছে হস্তান্তর করা হবে।
 
১৪ নভেম্বর ভোরে সাতক্ষীরা সীমান্তের বিপরীতে ভারতের আমুদিয়ায় বিএসএফের গুলিতে নিহত হন সাতক্ষীরা সদর উপজেলার পাঁচরখি গ্রামের জোহর আলির ছেলে মোসলেম সরদার।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।