ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজছাত্রের মৃত্যু

মেহেরপুরের গাংনী পৌরসভার পূর্ব মালশাদহ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল কবির (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়ে।

মেহেরপুর: মেহেরপুরের গাংনী পৌরসভার পূর্ব মালশাদহ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল কবির (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়ে।

 

শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

কবির মালশাদহ গ্রামের খোকন মণ্ডলের ছেলে ও মেহেরপুর সরকারি কলেজের অনার্স বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় ধানের খোলায় বিদ্যুতের লাইন নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন কবির। এ অবস্থায় স্থানীয়রা কবিরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, নভম্বর ১৮, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।