ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
চাঁদপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

চাঁদপুরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে কামাল হোসেন (২৩) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর: চাঁদপুরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে কামাল হোসেন (২৩) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈনুল হক এ আদেশ দেন।

কামাল হোসেন জেলার মতলব উত্তর উপজেলার ঠাকুরপাড়া গ্রামের নাছির উদ্দিন বকাউলের ছেলে।

পুলিশ জানায়, সকালে চাঁদপুর লঞ্চঘাটে কামাল এক স্কুলছাত্রীর জামা ধরে টানাটানি করে। এসময় স্থানীয়রা কামালকে আটক করে নৌ-পুলিশের কাছে সোপর্দ করে। পরে বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈনুল হককে এক বছরের কারাদণ্ডাদেশ দেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালি উল্যাহ ওলি বাংলানিউজকে বলেন, কামালকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।