ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মহালছড়িতে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্লাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
মহালছড়িতে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্লাব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ির মহালছড়িতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে শেখ রাসেল ক্রীড়া সংঘ এবং রানার্স আপ হয়েছে অম্রাং ক্লাব।

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মহালছড়িতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে শেখ রাসেল ক্রীড়া সংঘ এবং রানার্স আপ হয়েছে অম্রাং ক্লাব।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে মহালছড়ি হাইস্কুল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন- খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন- মহালছড়ি জোন কামন্ডার মোহাম্মদ হুমায়ুন কবির, পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল চাকমা, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন শীল, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিয়াউর রহমান প্রমুখ।

উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এ খেলায় চ্যাম্পিয়ন দলকে নগদ ৪০ হাজার টাকা, ট্রফি, মেডেল এবং রানার্স আপকে নগদ ২০ হাজার টাকা, ট্রফি ও মেডেল পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।