ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

জলঢাকায় ব্রিজ ভেঙে ৪ উপজেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
জলঢাকায় ব্রিজ ভেঙে ৪ উপজেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

নীলফামারীর জলঢাকায় ব্রিজ ভেঙে চার উপজেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর জলঢাকায় ব্রিজ ভেঙে চার উপজেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

 

শুক্রবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার মীরগঞ্জ-শিমুলবাড়ীর ছাগলদানী ব্রিজে মালবোঝাই একটি ট্রাক উঠলে ব্রিজটি ভেঙে যায়।

এতে উপজেলার মীরগঞ্জ, শিমুলবাড়ী, ধর্মপাল ও গোলনা ইউনিয়নের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে দুর্ভোগে পড়েছে ৪টি ইউনিয়নের প্রায় লাখো জনসাধারণ।

এদিকে, স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে ব্রিজের স্লাভ ভাঙা ছিলো। মেরামত না করার কারণে ব্রিজটি ভেঙে গেছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী হারুনুর রশিদ বাংলানিউজকে জানান, মীরগঞ্জহাট জিসি হতে তিনবট ভায়া স্বপন বাজার, খেরকাটি ব্রিজ নির্মাণের তাগাদা দিয়ে ঊধ্বর্তন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবগত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এজি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।