ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণপাড়ায় ২ অটোরিকশা সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
ব্রাহ্মণপাড়ায় ২ অটোরিকশা সংঘর্ষে নিহত ১

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাইটশালা এলাকায় সিএনজি চালিত দুইটি অটোরিকশ‍ার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (৫৬) এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো এক যাত্রী।

কুমিল্লা: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাইটশালা এলাকায় সিএনজি চালিত দুইটি অটোরিকশ‍ার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (৫৬) এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো এক যাত্রী।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে ব্রাহ্মণপাড়া- মীরপুর সড়কে এ দুঘর্টনা ঘটে।

আহত আবুল কালাম (৪৫) উপজেলার মহালক্ষ্মীপাড়া গ্রামের মালেক সরকারের ছেলে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।  

ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন কুমার আদিত্য বাংলানিউজকে জানান, বিকেলে ষাইটশালা এলাকায় দুইটি অটোরিকশ‍ার মুখোমুখি সংর্ঘষে দুই যাত্রী আহত হন।

এসময় গুরুতর আহত অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।