ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় যুবদলের বিক্ষোভ সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
বগুড়ায় যুবদলের বিক্ষোভ সমাবেশ ছবি: আরিফ জাহান / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বগুড়া জেলা যুবদল।

বগুড়া: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বগুড়া জেলা যুবদল।

এ সময় খালেদা জিয়ার নামে দায়ের হওয়া মামলা মিথ্যাও দাবি করেন তারা।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি ও পৌরসভার কাউন্সিলর সিপার আল বখতিয়ার।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন বলেন, জিয়া পরিবারের বিরুদ্ধে নীল নকশার কোনো ষড়যন্ত্রই বাংলার মাটিতে সফল হবে না।

এ সময় খালেদা জিয়ার নামে দায়ের করা সব মামলা প্রত্যহার কর‍ার দাবি জানান তিনি। দাবি আদায় না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে- হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা।

আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভপতি ফজলুল বারি বেলাল, অ্যাডভোকেট রাফি পান্না, ডা. আযফারুল হাবিব রোজ, ডা. মমিনুর রশিদ মিঠু, যুবদল নেতা রাফিউল ইসলাম রুবেল, জহুরুল ইসলাম ফুয়াদ, আনোয়ার হোসেন সান্টু, আব্দুল বারি, শাহনেওয়াজ সাজন, আলী হায়দার মিঠু, এস এম আলাল মোল্লা, কবির হোসেন, আবু তালেব জালাল, আদিল শাহরিয়ার গোর্কি, মাহবুবর রহমান টিকন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এমবিএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।