ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে বিএনপি নেতার মৃত্যু, মামলা দায়ের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
রাজশাহীতে বিএনপি নেতার মৃত্যু, মামলা দায়ের

রাজশাহী জেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার মাইনুল ইসলামের (৬১) রহস্যজনক মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

রাজশাহী: রাজশাহী জেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার মাইনুল ইসলামের (৬১) রহস্যজনক মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য জানান রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম।

তিনি জানান, খন্দকার মাইনুল ইসলামের ছেলে লেমন ইসলাম বাদী হয়ে মহানগরীর বোয়ালিয়া থানায় মামলাটি দায়ের করেছেন। এর বাইরে ওই ঘটনার আর কোনো নতুন তথ্য পাওয়া যায়নি।  

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাইনুল ইসলামকে হত্যা করা হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার তিনজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাইনুল ইসলাম আত্মহত্যা করেছেন। তবে পুলিশ ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে।

** রাজশাহীতে বিএনপি নেতার মৃত্যু, খুন না আত্মহত্যা ধন্দে পুলিশ

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এসএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।