ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় জাকির হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

 

মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রাত সাড়ে ১০টায় মৃত্যু হয়।

মৃত জাকির হোসেনের ছেলে শাহিন জানান, যাত্রাবাড়ীর শনির আখড়ার সাদ্দাম মার্কেট এলাকায় বাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাস বাবাকে ধাক্কা দেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতলে তার মৃত্যু হয়।

জাকির আরো জানান, ভাই হেমায়েতকে নিয়ে আত্মীয়ের বাসায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। আমরা নারায়ণগঞ্জ পঞ্চপট্টি এলাকায় থাকি।

মৃত জাকির হোসেন পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত ফজলুল করিমের সন্তান।

ঢামেক পুলিশ বক্স উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জাকির হোসেন বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।