ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ২০৫টি মূল্যবান পাখি জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
ময়মনসিংহে ২০৫টি মূল্যবান পাখি জব্দ ছবি: অনিক খান - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জবাজার থেকে অতিথি ও দেশীয় বিলুপ্তপ্রায় ২০৫টি মূল্যবান পাখি জব্দ করেছে বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট। 

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জবাজার থেকে অতিথি ও দেশীয় বিলুপ্তপ্রায় ২০৫টি মূল্যবান পাখি জব্দ করেছে বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট।  

শুক্রবার (১৮ নভেম্বর) বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিচালক অসিত রঞ্জন পালের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় তার সঙ্গে ছিলেন- বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক ও অসিম মল্লিক।

অভিযানে জব্দকৃত পাখিগুলোর মধ্যে রয়েছে- নিশি বক ৫টি, কানি বক ৬৫টি, গোবক ২৫টি, পানকৌঁড়ি ৭টি, কালিম ৫টি, কাদাখোঁচা ৪৫টি, পাতি সরালি ৪টি, বালি হাঁস ২টি, সোনাজিড়িয়া ২৮টি এবং পাতি বাটান ২০টি।

তবে বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের উপস্থিতি টের পেয়ে বিক্রেতারা পাখি রেখে পালিয়ে যান।

এ বিষয়ে বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট পরিচালক অসিত রঞ্জন পাল বাংলানিউজকে বলেন, বন বিভাগের উদ্যোগে বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট এ ধরনের অভিযান চালিয়ে থাকে। তথ্য পেলে আমরা দেশের যেকোনো স্থানে অভিযান পরিচালনা করে থাকি।  

আমরা আগে থেকে তথ্য পেয়ে ময়মনসিংহের এ এলাকায় অভিযান পরিচালনা করতে এসেছি।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
এমসি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।