ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
নেত্রকোনায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নেত্রকোনায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। 

ময়মনসিংহ: নেত্রকোনায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪।  

শনিবার (১৯ নভেম্বর) সকালে র‌্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যাদের গ্রেফতার করা হয়েছে- মো. সুলতান (৩৫) এবং মো. সোহেল (২৮)।  

এতে বলা হয়, শুক্রবার (১৮ নভেম্বর) জেলার হোসেনপুর গ্রামে অভিযানে চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন  র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম আরা।  

এ ঘটনায় নেত্রকোনা জেলার সদর থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।