ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
জয়পুরহাটে সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী সভা

জয়পুরহাটের জামালপুর ইউনিয়ন জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিয়ে ও মাদকমুক্ত করতে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জয়পুরহাট: জয়পুরহাটের জামালপুর ইউনিয়ন জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিয়ে ও মাদকমুক্ত করতে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে জয়পুরহাটের দাদড়া জন্তিগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।



এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম।

বক্তব্য রাখেন- জেলা প্রশাসক আব্দুর রহিম, পুলিশ সুপার (এসপি) রশীদুল হাসান, জয়পুরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ও স্থানীয় জামালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু।

সভায় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।