ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ৩ ভুয়া ডিবি পুলিশ আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
কেরানীগঞ্জে ৩ ভুয়া ডিবি পুলিশ আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকার কেরানীগঞ্জের আল বারাকা হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশের তিন ভুয়া সদস্যকে আটক করা হয়েছে।

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জের আল বারাকা হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশের তিন ভুয়া সদস্যকে আটক করা হয়েছে।

 

শনিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় কেরানীগঞ্জ মডেল থানাধীন এলাকায় আল বারাকা হাসপাতালের পেছনের একটি ভবন থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মো. সজল (৩০), স্বপন (১৮) ও সলেমান (২৫)।

ঢাকা জেলা দক্ষিণ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামান মোল্লা বাংলানিউজকে জানান, শুক্রবার (১৮ নভেম্বর) দিনগত রাতে ডিবি পরিচয়ে ওই তিন যুবক সুমন নামে এক ব্যক্তিকে আটক করেন। এ সময় তারা সুমনের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
টাকা দিতে না পারায় বারাকা হাসপাতালের পেছনে জনৈক সামসু মিয়ার বাড়ির দ্বিতীয় তলায় সুমনকে আটকে রেখে নির্যাতন করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সকালে ওই বড়িতে অভিযান চালিয়ে ওই তিন ভুয়া ডিবি সদস্যকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হবে।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এনটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।