ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সুজানগরে এনএ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
সুজানগরে এনএ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন

পাবনার সুজানগর উপজেলায় নিজামউদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজকে (এনএ কলেজ) জাতীয়করণের দাবিতে মানববন্ধন হয়েছে।

পাবনা: পাবনার সুজানগর উপজেলায় নিজামউদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজকে (এনএ কলেজ) জাতীয়করণের দাবিতে মানববন্ধন হয়েছে।

 

শনিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এনএ কলেজ জাতীয়করণ সংগ্রাম পরিষদের ডাকে ৯টি ইউনিয়নের ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সুজানগর পৌরসভা ও ইউনিয়নের কয়েক হাজার মানুষ মানববন্ধনে অংশ নেন।

বক্তারা বলেন, গত ৩০ জুন নিজামউদ্দিন এনএ কলেজটি জাতীয়করণের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু হঠাৎ করেই এ সিন্ধান্ত পরিবর্তন করে উপজেলা সদরের বাইরের একটি কলেজকে জাতীয়করণের তালিকাভুক্ত করা হয়। সরকারের এ সিদ্ধান্ত পরিবর্তন করে পূর্বের সিদ্ধান্ত বহাল রাখার দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।