ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে হবিগঞ্জে যুবলীগের পথসভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে হবিগঞ্জে যুবলীগের পথসভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেটে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে হবিগঞ্জে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যানের উদ্যোগে পথসভার আয়োজন করা হয়েছে।

হবিগঞ্জ: সিলেটে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে হবিগঞ্জে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যানের উদ্যোগে পথসভার আয়োজন করা হয়েছে।

 

শনিবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ পয়েন্টে জেলা যুবলীগের আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৩ নভেম্বর) সিলেট আসছেন। সেখানে তিনি প্রথমে হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) এর মাজার জিয়ারত করবেন।

পরে তিনি বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনসহ আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন।

তিনি শেখ হাসিনার জনসভাকে সফল করতে হবিগঞ্জসহ সিলেটের যুবলীগের সব নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।