ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

নানা আয়োজনে পার্বতীপুর ডিগ্রি কলেজে নবান্ন উৎসব

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
নানা আয়োজনে পার্বতীপুর ডিগ্রি কলেজে নবান্ন উৎসব

নানা আয়োজনের মধ্য দিয়ে  দিনাজপুরের পার্বতীপুর ডিগ্রি কলেজে নবান্ন উৎসব উদযাপিত হয়েছে।

পার্বতীপুর (দিনাজপুর): নানা আয়োজনের মধ্য দিয়ে  দিনাজপুরের পার্বতীপুর ডিগ্রি কলেজে নবান্ন উৎসব উদযাপিত হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) সকালে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রসুলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে দুপুরে কলেজ ক্যাম্পাসে খেলাধুলা, লোক সংগীত, কবিতা আবৃত্তি ও আলাচনা সভা হয়।

সভায় বক্তব্য রাখেন-পার্বতীপুর ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সাবেক অধ্যক্ষ নুরুল আমিন সরকার, বর্তমান অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রসুল, পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চিফ ইন্সট্রাক্টর প্রকৌশলী আহসান হাবিব প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক আনোয়ারুল কবির বাদল। এরপর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে সবাইকে নতুন চালের পায়েস ও মুড়ি দিয়ে আপ্যায়ন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।