ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

গুরুদাসপুরে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
গুরুদাসপুরে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

নাটোরের গুরুদাসপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে আর্জিনা খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে।

নাটোর: নাটোরের গুরুদাসপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে আর্জিনা খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে ইউএনও ইয়াসমিন আক্তার এ বাল্যবিয়ে বন্ধ করেন।

আর্জিনা খাতুন উপজেলার হরদমা গ্রামের আক্কাস আলীর মেয়ে। সে চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থী।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বাংলানিউজকে জানান, দুপুরে হরদমা গ্রামের আক্কাস আলীর স্কুল পড়ুয়া মেয়ে আর্জিনার সঙ্গে একই উপজেলার বিয়াঘাট চরপাড়া গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বেলাল হোসেনের ছেলে আফতাব হোসেন শীতলের (২৪) বিয়ের আয়োজন করা হয়।

খবর পেয়ে ইউএনও মেয়ের বাড়িতে গিয়ে বাল্যবিয়ে  বন্ধ করে দেন। এ সময় মেয়ের বাবা আক্কাস আলীকে আটক করা হয়।

পরে বিয়াঘাট ইউপির সাবেক চেয়ারম্যান মো. ইউনুস আলী ওই ছাত্রীর বিয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া হবে না বলে মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নেন।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।