ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ববির ভর্তি পরীক্ষা সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
ববির ভর্তি পরীক্ষা সম্পন্ন ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (১৯ নভেম্বর) ববি ক্যাম্পাসসহ নগরীর ৫টি কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ক ইউনিটের মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়।

পরীক্ষা চলাকালীন ববির উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক সিন্ডিকেট সদস্য সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এম কে রহমানকে সঙ্গে নিয়ে নগরীর মডেল স্কুল অ্যান্ড কলেজ, সরকারি আলেকান্দা কলেজ, সরকারি মহিলা কলেজ, অমৃত লাল দে মহাবিদ্যালয় ও তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।

একই সময়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান অন্যান্য পরিদর্শকদের নিয়ে ক্যাম্পাসের  কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

এরআগে শুক্রবার সকালে খ এবং বিকেল গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চলতি শিক্ষাবর্ষে ৬টি অনুষদে মোট ১৩৪৫টি আসনের বিপরীতে মোট ২৪ হাজার ৩৯১ জন শিক্ষার্থী আবেদন করেন।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এমএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।