ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

পুঠিয়ায় বালুবাহী ট্রাকচাপায় শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
পুঠিয়ায় বালুবাহী ট্রাকচাপায় শিশুর মৃত্যু

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় হৃদয় হোসেন নামে সাত বছরের এক শিশু মারা গেছে। শনিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার বিড়ালদহ মাজারের...

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় হৃদয় হোসেন নামে সাত বছরের এক শিশু মারা গেছে।

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার বিড়ালদহ মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হৃদয় ওই এলাকার আবদুল ওহাবের ছেলে।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, হৃদয় হোসেন রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক ও সহকারী। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরে করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এসএস/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।