ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সাঈদ খোকনের চাই ‘আলাদিনের চেরাগ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
সাঈদ খোকনের চাই ‘আলাদিনের চেরাগ’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বুড়িগঙ্গার নদী দূষণ রোধ ও মুক্ত করতে ‘আলাদিনের চেরাগ’ চাইলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

ঢাকা: বুড়িগঙ্গার নদী দূষণ রোধ ও মুক্ত করতে ‘আলাদিনের চেরাগ’ চাইলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।  

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে জাতীয় নদী অলিম্পিয়াড-২০১৬’র প্রধান অতিথির বক্তব্যে বুড়িগঙ্গা রক্ষার পথ দেখান খোকন।

 

অনুষ্ঠানে দু’ঘণ্টার মধ্যে বুড়িগঙ্গা নদী পরিষ্কারের জন্য মেয়রের কাছে দাবি তোলা হয়। দু’ঘণ্টার মধ্যে নদী পরিষ্কারের জন্য আমাদের কাছে কী চাই- প্রশ্ন তুলে মেয়র বলেন, ‘আমার একটা আলাদিনের চেরাগ চাই’। এসময় মিলনায়তন জুড়ে হাসির রোল পড়ে।

‘যেটাতে ঘষা দেব আর বলবো বুড়িগঙ্গা তুমি ক্লিন হয়ে যাও। যদি দিতে পারেন আমি ক্লিন করে দিতে পারোবা’- বলেন খোকন।  

মেয়র বলেন, ‘বুড়িগঙ্গাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য বিশ্বব্যাংকে আমরা একটা প্রজেক্ট সাবমিট করেছি। এখানে অনেকগুলো চ্যানেল, বুড়িগঙ্গার যে পানি সেটা একটা সংস্থা, তলদেশ সেটা একটা ভিন্ন সংস্থা। বুড়িঙ্গার পাড় সেটা আর একটা সংস্থা এবং বুড়িগঙ্গার পাড়ের উপরের রাস্তা আমাদের; এই হচ্ছে অবস্থা। অর্থাৎ বিভিন্ন সংস্থা একই বুড়িগঙ্গা মেইনটেন করছে’।

সমন্বিত কর্তৃপক্ষের মধ্য দিয়ে বুড়িগঙ্গা রক্ষায় উদ্যোগ গ্রহণ করতে হবে জানিয়ে মেয়ল বলেন, কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। বিভিন্ন সংস্থার সঙ্গে বসেছি। বাবুবাজার ব্রিজ থেকে সদরঘাট পর্যন্ত পাড়ের জন্য একটা পাইলট প্রজেক্টে করবো। বিশ্বব্যাংকের একটি দিয়ে।

মেয়র বলেন, সিঙ্গাপুরের একটি নদী রক্ষা করতে ২১ বছর, আর একটি ১১ বছর, ইউরোপের একটির জন্য সময় লেগেছিল ১৫/১৬ বছর। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। অল্প সময়ের ব্যাপার না।  
 
‘বুড়িগঙ্গার আজকে যে অবস্থা, দেখলেই মায়া লাগে। শহরের জন্য কত কন্ট্রিবিউশন, একেবারে মায়ের মতো। তবে এটুকু বলতে পারি সময় লাগবে। নদীর পাড়ে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে অন গ্রাউন্ডের কাজ শুরু করতে যাচ্ছি। লাগতে পারে ১০/১২ বছর। কিন্তু শুরুটা করতে যাচ্ছি। ১৮ মাসের মধ্যে শেষ করবো’।

বিভিন্ন সংস্থার নিয়ন্ত্রণে থাকা বুড়িগঙ্গা রক্ষায় আলাদিনের চেরাগের একটি বিকল্পও চেয়েছেন মেয়র।  

‘২০/২৫ বছর যাবৎ অনেক সংগঠন বুড়িগঙ্গার জন্য সোচ্চার হয়েছে। এটা যাতে বন্ধ না হয়। একটু নিস্তেজ হয়ে গেছে’।

মানববন্ধনসহ দৃষ্টি আকর্ষণ করার মতো বিভিন্ন কর্মসূচি পালনের আহ্বান জানান মেয়র।

প্রধান প্রজেক্ট বিশ্বব্যাংকে দিয়েছি জানিয়ে মেয়র বলেন, বুড়িগঙ্গা ওয়াটার প্ল্যান্ট ডেভেলপমেন্ট করবো। দূষণমুক্ত করার জন্য নৌবাহিনী কাজ শুরু করেছে। এটা এক রাতে করা সম্ভব নয়। আশা করি আগের চেয়ে আরও সুন্দর করবো বুড়িগঙ্গা।

বক্তব্য শেষে মেয়ল বলেন, শর্ত দু’টি- আলাদিনের চেরাগ লাগবে না। কথা বন্ধ করা যাবে না, দাবি বন্ধ করা যাবে না, আওয়াজ চলতে থাকতে হবে। সমন্বিত উদ্যোগ নিয়ে এ শহরের মানুষের কাছে ফিরিয়ে দেব।

কথা প্রসঙ্গে মেয়র বলেন, ঢাকা শহরে ৫ হাজার ৭০০ ডাস্টবিন দিয়েছিলাম, সেখানে ২২০টি চুরি হয়ে গেছে। ১৯০টি পর্কিংয়ের সময় ড্যামেজ হয়ে গেছে। তারপরও চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভাল আছে।

মুখ বন্ধ করে থাকা যাবে না
আন্দোলন ইস্যুতে রামপাল সরবে না, কিন্তু রামপাল আর একটা হবে না- বেলা'র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হকের এ কথা প্রসঙ্গে মেয়র বলেন, একেবারে একশ’ ভাগ সত্য কথা। মুখ বন্ধ করে থাকা যাবে না। আমার বিবেক-বিবেচনা যা বলে সেটা আমরা বলবো। আমরা বিভিন্ন দল করতে পারি। আমাদের মতাদর্শ বিভিন্ন থাকতে পারে...। কিন্তু কথা বলতে হবে। ইনক্লুসিভ পলিটিক্যাল সিস্টেমের মধ্যে কথা বলার সুযোগ রয়েছে। বিক্ষোভ প্রদর্শন করতে হলে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন করো, বাস্তবায়িত হলো বা না হলো। আমি যদি কোনো ভুল করি আপনারা সোচ্চার হবেন যাতে দ্বিতীয় ভুল না করি।

ঢাকার যানজট মুক্ত করতে বুড়িগঙ্গাসহ অন্য নদীগুলোর আন্তঃযোগাযোগ সচল করার আহ্বান জানান রিজওয়ানা হক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্ট্যাডিজের পরিচালক ড. মাহবুবা নাসরীন, জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য শারমিন মুরশিদ, অক্সফাম’র প্রোগ্রাম ডিরেক্টর এমবি আখতার, লেখক সুমন্ত আসলাম, রিভারাইন পিপল’র সভাপতি মোহাম্মদ এজাজ ও মহাসচিব শেখ রোকন, সমকাল সুহৃদ সমাবেশের বিভাগী সম্পাদক সিরাজুল ইসলাম আবেদ বক্তব্য রাখেন।

রিভারাইন পিপল ও সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে নদী বিষয়ক সাধারণ জ্ঞানের পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

সকালে অলিম্পিয়াডের দ্বিতীয় পর্বের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এমআইএইচ/এসএইচ

**
জানুয়ারিতে বুড়িগঙ্গা রক্ষায় অন গ্রাউন্ডের কাজ শুরু হবে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।