ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ২ পুলিশ ২ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ২ পুলিশ ২ দিনের রিমান্ডে

রাজধানীর কারওয়ানবাজার সার্ক ফোয়ারা এলাকায় চাঁদাবাজির অভিযোগে গ্রেফাতার দুই পুলিশ কনস্টেবলকে দুই দিন করে রিমান্ড দিয়েছেন...

ঢাকা: রাজধানীর কারওয়ানবাজার সার্ক ফোয়ারা এলাকায় চাঁদাবাজির অভিযোগে গ্রেফাতার দুই পুলিশ কনস্টেবলকে দুই দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

শনিবার (১৯ নভেম্বর) বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের বিচারক শরাফুজ্জামান আনসারী এ আদেশ দেন।

পুলিশ সদস্যরা হলেন, কনস্টেবল লতিফুজ্জামান ও রাজিকুল খন্দকার। তাদের সাতদিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

শুক্রবার ভোরে ডিম ব্যবসায়ী রশিদের টাকা ছিনতাইয়ের ঘটনায় জনতার সহায়তায় কনস্টেবল লতিফুজ্জামানকে আটক করে শাহবাগ থানায় নেওয়া হয়। তিনি ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগে গুলশান জোনে কর্মরত। এছাড়া ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অপর কনস্টেবল রাজিকুল খন্দকারকেও সন্ধ্যার দিকে ধরা হয়। এ ঘটনায় দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) দেবরাজ চক্রবর্তী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
আরটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।