ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
বরগুনায় ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন বরগুনা জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

বরগুনা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন বরগুনা জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

 

শনিবার (১৯ নভেম্বর) বেল‍া ১১টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশ করে।

বরগুনা জেলা ছাত্রদলের আহ্বায়ক শফিকুজ্জামান মাহফুজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন- সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহিন, জেলা শ্রমিক দলের সভাপতি গোলাম হায়দার হাদী, তাঁতীদলের সভাপতি আবুল বাশার রিয়াজ, ছাত্রদলের প্রথম যুগ্ম-আহ্বায়ক মুরাদুজ্জামান টিপন, থানা ছাত্রদলের সভাপতি ইসতিয়াকুল জলিল সোহাগ, পৌর ছাত্রদলের সভাপতি ওয়াসিম রেজা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।