ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

হালুয়াঘাটে ১৪৪ ধারা জারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
হালুয়াঘাটে ১৪৪ ধারা জারি

ময়মনসিংহের হালুয়াঘাটের গোবরাকুড়া ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাটের গোবরাকুড়া ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে একই স্থানে একই সময়ে স্থানীয় গোবরাকুড়া স্থলবন্দরের আমদানিকারদের দু’টি গ্রুপ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলালুজ্জামান সরকার।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, গোবরাকুড়া ইউনিয়নের স্থানীয় শাপলা বাজারে বিকেল ৪টায় পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করেছিল আমদানিকারকদের দু’টি পক্ষ।

এ সময় বিশৃঙ্খলা এড়াতে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিষয়টি জানিয়ে মাইকিং করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এমএএএম/এসআরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।