ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মিরসরাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
মিরসরাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরসরাই উপজেলায় বিজয় কমিনিউটি চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মিরসরাই: মিরসরাই উপজেলায় বিজয় কমিনিউটি চক্ষু হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার করেরহাট ইউনিয়ন পরিষদ চত্বরে এ সেবা ক্যাম্প করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প উদ্বোধন করেন করেরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।

এ সময় করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম ও সাধারণ সম্পাদক শেখ সেলিমসহ অনেকে উপস্থিত ছিলেন।

ক্যাম্পে প্রায় আড়াই শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।