ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাসচাপায় বাবুল হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১৯ নভেম্বর) বিকেলে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের উত্তর বাগড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজ জানান, বিকেলে উত্তর বাগড়ি এলাকায় খুলনাগামী একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে বাবুল হোসেনসহ মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবুল হোসেনের মৃত্যু হয়।
তিনি আরো জানান, আহত অপর দু’জনকে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এমএস/এসআই