ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

আদিবাসীদের সুরক্ষা দিতে আরও তৎপর হতে হবে

ঢাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
আদিবাসীদের সুরক্ষা দিতে আরও তৎপর হতে হবে

আদিবাসীদের সুরক্ষা দিতে সবাইকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

ঢাকা বিশ্ববিদ্যালয়: আদিবাসীদের সুরক্ষা দিতে সবাইকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

তিনি বলেছেন, আমাদের দেশ থেকে দিন দিন আদিবাসীরা হারিয়ে যাচ্ছে।

শনিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আদিবাসীরা আমাদের অবিচ্ছেদ্য অংশ। সবার উচিৎ তাদের পাশে থেকে লড়াই করা।

এসময় অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাত রচিত ‘বাংলাদেশে কৃষি-ভূমি-জলা সংস্কারের রাজনৈতিক অর্থনীতি’ এবং ‘পলিটিক্যাল ইকোনমি অব আনপিপলিং অব ইন্ডিজিনাস পিপলস্ দ্যা কেস অব বাংলাদেশ’ দু’টির মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আশরাফ উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোল‍াম রহমান, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান, শিক্ষাবিদ অধ্যাপক ড. অজয় রায়, রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এসকেবি/ওএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।