ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রৌমারী সীমান্তে হাতি আতঙ্কে গ্রামবাসী

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
রৌমারী সীমান্তে হাতি আতঙ্কে গ্রামবাসী

রৌমারী সীমান্তে ভারত থেকে এক পাল হাতি নেমে এসে সীমান্ত এলাকায় ব্যাপক তাণ্ডব চালাচ্ছে। এ কারণে সীমান্তবর্তী গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রৌমারী (কুড়িগ্রাম): রৌমারী সীমান্তে ভারত থেকে এক পাল হাতি নেমে এসে সীমান্ত এলাকায় ব্যাপক তাণ্ডব চালাচ্ছে। এ কারণে সীমান্তবর্তী গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

শনিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ আলগার সীমান্ত দিয়ে এক পাল হাতি বাংলাদেশের অভ্যন্তরে নেমে আসে।

খেওয়ারচর গ্রামের জিয়াউর রহমান নামে এক প্রত্যক্ষদর্শী বাংলানিউজকে জানান, হাতির পালে ৫০টিরও বেশি হাতি রয়েছে। হাতিগুলো যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে। ইতোমধ্যে তারা কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুরও করেছে।

এ ঘটনায় রৌমারী সীম‍ান্তবর্তী গ্রামবাসীর ভেতর আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন খেওয়ারচর এলাকার স্থানীয় ইউপি সদস্য হায়দার আলী।

শেষ খবর পাওয়া পর্যন্ত রৌমারী সীমান্তের খেওয়ারচর বিজিবি ক্যাম্পের সামনের এলাকায় অবস্থান করছে হাতির পাল।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।