ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে পণ্যবাহী ট্রেনের ৭ বগি লাইনচ্যুত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
সিরাজগঞ্জে পণ্যবাহী ট্রেনের ৭ বগি লাইনচ্যুত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম এলাকায় পাবর্তীপুর থেকে ঢাকাগামী একটি পণ্যবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম এলাকায় পাবর্তীপুর থেকে ঢাকাগামী একটি পণ্যবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে।

এতে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগযাযোগ বন্ধ হয়ে গেছে।

রোববার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপার ইকোর্পাকের পাশে এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ ইকবাল বাংলানিউজকে জানান, সকালে দিনাজপুরের পার্বতীপুর থেকে পণ্যবাহী ট্রেনটি ঘটনাস্থলে এলে প্রথমে ইঞ্জিন লাইনচ্যুত হয়। পরে পর্যায়ক্রমে ইঞ্জিনের পেছনে থাকা সাতটি বগিও লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পশ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগের ট্রাফিক অফিসার শওকত জামিল বাংলানিউজকে জানান, লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের জন্য ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আনা হচ্ছে।

তবে কতোক্ষণের মধ্যে লাইন সচল হবে তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬, আপডেট: ১২৪৫
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।