ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

অনুপ্রবেশ রোধে মায়ানমার সীমান্তে সতর্ক বিজিবি-কোস্ট গার্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
অনুপ্রবেশ রোধে মায়ানমার সীমান্তে সতর্ক বিজিবি-কোস্ট গার্ড

অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশের মায়ানমার সীমান্তে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড ও আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ঢাকা: অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশের মায়ানমার সীমান্তে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড ও আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (২০ নভেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘চোরাচালান প্রতিরোধ জাতীয় কমিটি’র সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

 

আসাদুজ্জামান খান কামাল বলেন, বাংলাদেশের মায়‍ানমান সীমান্ত এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় বর্ডার অতিক্রম করে মায়ানমারের কেউ যেনো বাংলাদেশে অনু্প্রেবেশ করতে না পারে, সেজন্য বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ডসহ আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

বৈঠকে পুলিশ, র্যাব, বিজিবি ও কোস্ট গার্ডের প্রধানসহ আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এসকে/এজেড/এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।