ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রামপুরায় ব্যক্তির আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
রামপুরায় ব্যক্তির আত্মহত্যা

রাজধানীর রামপুরায় মো. আব্দুল জলিল (৫৫) নামে এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন দাবি করেছেন স্বজনেরা।

ঢাকা: রাজধানীর রামপুরায় মো. আব্দুল জলিল (৫৫) নামে এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন দাবি করেছেন স্বজনেরা।

রোববার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

আব্দুল জলিল বিজয় নগরের নাইট এঙ্গেল নামে একটি রেস্টুরেন্টে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের স্ত্রী নাসরিন বাংলানিউজকে জানান, তারা রামপুরা ওয়াবদা রোডস্থ জাহাজ বিল্ডিংয়ের পাশে একটি ভবনের ছয়তলায় থাকতেন। রোববার বেলা ১১টার দিকে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগান আব্দুল জলিল। পরে ঘরের দরজা ভেঙে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি বলেন, গলায় ফাঁস লাগানোর কারণ জানি না।  

ঢামেক পুলিশ ক্যাম্প উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এজেডএস/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।