ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় উদীচীর সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
বরগুনায় উদীচীর সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনায় উদীচী শিল্পীগোষ্ঠীর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বরগুনা: বরগুনায় উদীচী শিল্পীগোষ্ঠীর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে একটি শোভাযাত্রার মধ্য দিয়ে এ সম্মেলনের উদ্বোধন করেন জাকির হোসেন পান্না।

এতে প্রধান অতিথি ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা সাইদুর রহমান বয়াতি।

বিশেষ অতিথি ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য মামুনুর রশিদ, হোসনেয়ারা লাভলী, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আবদুল হালিম, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ, বরগুনা থিয়েটারের পরিচালক সুখরঞ্জন শীল, খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য চিত্তরঞ্জন শীল, কবি ইদ্রিসুর রহমান ও বরগুনা খেলাঘরের সাধারণ সম্পাদক মুশফিক আরিফ প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচীর সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান।

সম্পাদকীয় প্রতিবেদন দেন উদীচীর সাধারণ সম্পাদক ‍অ্যাডভোকেট আবদুল মোতালেব মিয়া।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উদীচীর সহ সাধারণ সম্পাদক আবদুস সত্তার।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।