ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে যুবকের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
মোহাম্মদপুরে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুর থেকে মেহেদী হাছান (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থেকে মেহেদী হাছান (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর বছিলা উত্তরপাড়া এলাকার একটি ভবনের চতুর্থ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

মেহেদী হাছান গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাজারপাড়া গ্রামের মনতাজ আলীর ছেলে। তিনি স্ত্রী ইসরাত জাহানের সঙ্গে মোহাম্মদপুরের ওই বাসায় থাকতেন।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমিত কুমার সাহা বাংলানিউজকে বলেন, পরিবার সূত্রে জানা গেছে পারিবারিক কলহের জেরে মেহেদী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বিভিন্ন আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এজেডএস/জিপি/আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।