ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে শিশু নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
কুড়িগ্রামে শিশু নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে সভা বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শিশু নির্যাতন রোধ ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে কুড়িগ্রামে শিশু একাডেমি ভিত্তিক সরকারি শিশু সংগঠন জাতীয় শিশু টাস্কফোর্স (এনসিটিএফ) র‌্যালি ও আলোচনা সভা করেছে।

কুড়িগ্রাম: শিশু নির্যাতন রোধ ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে কুড়িগ্রামে শিশু একাডেমি ভিত্তিক সরকারি শিশু সংগঠন জাতীয় শিশু টাস্কফোর্স (এনসিটিএফ) র‌্যালি ও আলোচনা সভা করেছে।

রোববার (২০ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে একটি র‌্যালি বের হয়ে কলেজমোড় প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে ফিরে আসে।

র‌্যালিতে কুড়িগ্রাম সরকারি বালক উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন-কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ হারুন-অর-রশিদ মিলন, জেলা এনসিটিএফ সভাপতি কেএম রেজওয়ানুল হক নুরনবী, সহ সভাপতি সংগ্রামী প্রীতি বাঁধন, সাধারণ সম্পাদক আতিয়া সানজিদা স্মৃতি, শিশু গবেষক হাসনাত আলিমুন নাহিন, চাইল্ড পার্লামেন্ট সদস্য সাদিক হোসেন রাহাত, শিশু ভলান্টিয়ার মিঠুন দেব প্রমুখ।

সেভ দ্য চিলড্রেন ও প্লান বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় বাংলাদেশ শিশু একাডেমি ও জাতীয় শিশু টাস্কফোর্স (এনসিটিএফ) এ অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।