ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

ভালুকায় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
ভালুকায় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ি ইউনিয়নের পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ও  সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ি ইউনিয়নের পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ও  সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এবং বিকেলে উপজেলা পরিষদের হল রুমে তাদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক খলিলুর রহমান ও স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল আহসান তালুকদার।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুন অর রশিদসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় হবিরবাড়ি ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯ জন ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের তিন নারী সদস্য শপথ গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এমএএএম/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।