ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

রাজনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
রাজনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আলতাব মিয়া নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আলতাব মিয়া নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

রোববার (২০ নভেম্বর) বিকেল ৪টায় মৌলভীবাজার-কুলাউড়া সড়কের চাটুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলতাব মিয়া উপজেলার মনসুরনগর ইউনিয়নের আশ্রাকাপন গ্রামের খতিবুর রহমান চৌধুরীর পালক ছেলে।

প্রতিবেশী মামুন বাংলানিউজকে জানান, বিকেলে তিনি ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় রাস্তায় আলতাবের মরদেহ ও মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন। পরে তিনি থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

রাজনগর থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল হামিদ বাংলানিউজকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।