ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মিরসরাইয়ে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
মিরসরাইয়ে অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাইয়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার বাইজ্জা পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বিপুল দেবনাথ বাংলানিউজকে জানান, ‍বিকেলে স্থানীয়ারা সোনাপাহাড় এলাকায় প্রায় দুই’শ ফুট উঁচু পাহাড়ের উপরে গাছের ডালের সঙ্গে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।