ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত পিইসি পরীক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত পিইসি পরীক্ষার্থীর মৃত্যু

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত লাম (১১) নামে এক পিইসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত লাম (১১) নামে এক পিইসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২০ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সে মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামী গ্রামের ফরিদুল ইসলামের ছেলে। আমলাসদরপুর কিন্ডার গার্টেন থেকে রোববার শুরু হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা দেওয়ার কথা ছিলো তার।

লামের বাবা জানান, শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের কাতলামারী নামক স্থানে বাইসাইকেল চালাচ্ছিল লাম। এসময় একটি অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে সে মারা যায়।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।