ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ব্লাস্টের প্রাদুর্ভাব শঙ্কায় গম চাষে সতর্ক ৭ জেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
ব্লাস্টের প্রাদুর্ভাব শঙ্কায় গম চাষে সতর্ক ৭ জেলা ছবি: সংগৃহীত

ব্লাস্ট রোগের প্রাদুর্ভাবের আশঙ্কায় দেশের দক্ষিণ-পশ্চিমের সাত জেলায় গম চাষে সতর্কতা জারি করেছে সরকার।

ঢাকা: ব্লাস্ট রোগের প্রাদুর্ভাবের আশঙ্কায় দেশের দক্ষিণ-পশ্চিমের সাত জেলায় গম চাষে সতর্কতা জারি করেছে সরকার।

যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজবাড়ী ও ভোলা জেলায় বর্তমান সময়ে গম চাষে নিরুৎসাহিত করছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।

রোববার (২০ নভেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্ল্যান্ট প্রটেকশন উইংয়ের ডেপুটি ডিরেক্টর মো. রেজাউল ইসলাম বাংলানিউজকে জানান, দক্ষিণ-পশ্চিমের সাত জেলার কিছু-কিছু জায়গায় গতবছর আক্রমণ করায় এবার যাতে ব্লাস্ট রোগ না ছড়ায় সেজন্য ‍আগাম সতর্কতা নেওয়া হয়েছে।

ওইসব জেলায় গমের বীজ ট্রিটমেন্ট করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আক্রমণ দেখা দিলে কী ব্যবস্থা নেওয়া হবে সেজন্য লিফলেট প্রচার করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৬
এমআইএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।