ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে হিজবুত তাহরীরের সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
রাজধানীতে হিজবুত তাহরীরের সদস্য আটক

রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালযের সামনে লিফলেট বিতরণ কালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের এক সদস্যকে আটক করেছে পুলিশ।

ঢাকা: রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালযের সামনে লিফলেট বিতরণ কালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের এক সদস্যকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় মো. ফাহিমিদুর রহমান (২৫) নামে ওই যুবককে আটকের সময় থেকে বিপুল পরিমাণ লিফলেট জব্দ করা হয়।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল মুক্তাকিন বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, তাকে লিফলেট বিতরণের সময় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আটক করা হয়েছে। আটক এ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এসজেএ/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।