ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রেলওয়ে কল্যাণ ট্রাস্ট মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
রেলওয়ে কল্যাণ ট্রাস্ট মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন ছবি: আরিফ জাহান-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়ায় স্টেশন রোডে রেলওয়ে কল্যাণ ট্রাস্ট মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান।

বগুড়া: বগুড়ায় স্টেশন রোডে রেলওয়ে কল্যাণ ট্রাস্ট মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে।
 
মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান।

এ সময় বগুড়া রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহান, রেলওয়ে কর্মকর্তা আবজাল হোসেন, রুবিনা আকতার, কানুনগো আব্দুল কাদের, বগুড়া স্টেশন মাস্টার বেনজুরুল ইসলাম, রেলওয়ে শ্রমিকলীগ নেতা রেজাউল করিম, আবু রায়হান, মোটর শ্রমিক নেতা তোফায়েল আহম্মেদ জয়, মাহমুদুন্নবী রাসেল, বগুড়া রেলওয়ে কল্যাণ ট্রাস্ট সভাপতি খাজা নাজিম উদ্দিন, শ্রমিক নেতা মাহাবুবর রহমান, সাজাহান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
 
দুইলাখ বর্গফুট রেলভূমিতে ৮ শতাধিক দোকান নির্মাণ করা হবে। বগুড়া রেলওয়ে কল্যাণ ট্রাস্ট এ মার্কেট নির্মাণ কাজ সম্পন্ন করবে বলে জানা গেছে।
 
বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
এমবিএইচ/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।