ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ-সিগারেট জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
শাহজালালে বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ-সিগারেট জব্দ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ উত্তেজক স্প্রে, ওষুধ ও বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত...

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ উত্তেজক স্প্রে, ওষুধ ও বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বাংলানিউজকে জানান, ওষুধ ও সিগারেটসহ মোহাম্মদ আহসান উল্লাহ নামে এক যাত্রী দুবাই থেকে থেকে ইকে-৫৮৪ (EK 584) ফ্লাইটযোগে ঢাকায় আসেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সন্দেহ হলে তাকে আটক করে তল্লাশি করা হয়। এরপর তার সঙ্গে থাকা দুইটি লাগেজ থেকে আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকারের স্প্রে, ওষুধ ও সিগারেট জব্দ করা হয়।

জব্দ এসব পণ্যের মূল্য আনুমানিক ১০ হাজার টাকা। আটকের বিরুদ্ধে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ড. মইনুল খান।

বাংলাদেশ সময়: ২২২১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
পিএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।